আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

রোববার ভোর থে‌কে আ‌খেরি মোনাজাতে অংশগ্রহণ কর‌তে দ‌লে দ‌লে ইজতেমা অভিমুখে আসেন মুস‌ল্লিরা।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

প্রথম নিউজ, অনলাইন: টঙ্গীতে আ‌খেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আ‌খেরি মোনাজাত সকাল ৯টায় শুরু হয়ে ৯টা ২২ মিনিটে শেষ হয় ।  রোববার ভোর থে‌কে আ‌খেরি মোনাজাতে অংশগ্রহণ কর‌তে দ‌লে দ‌লে ইজতেমা অভিমুখে আসেন মুস‌ল্লিরা। কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের মোনাজাত পরিচালনা করেন। শনিবার রাত থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেন।

রোববার ভোর থেকে ঢাকা, টঙ্গী-ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মোনাজাতে শরিক হতে হাজার হাজার নারী-পুরুষকে পায়ে হেঁটে ইজতেমার মায়দানের দিকে আসতে দেখা গেছে।  রোববার ফজরের নামাজের পর থেকেই হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব।