আইপিএলের টিকিট কালো বাজারি, গ্রেফতার ২৪

চেন্নাইয়ের পি চিদম্বরাম স্টেডিয়ামের বাইর থেকে তাদের গ্রেফতার করা হয়।

আইপিএলের টিকিট কালো বাজারি, গ্রেফতার ২৪

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির ঘটনায় চেন্নাই থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেন্নাইয়ের পি চিদম্বরাম স্টেডিয়ামের বাইর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ৬২টি টিকিট উদ্ধার করে। অভিযুক্তদের কাছ থেকে ৬৫৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গত ১২ এপ্রিল চিপকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস। এই ম্যাচের টিকিট কালোবাজারি করে অসৎ উপায়ে টাকা উপার্জন করছিল তারা। 

সেই ম্যাচে ৩ রানে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে হারায় রাজস্থান রয়েলস। পুলিশ কমিশনার শঙ্কর জিওয়ানের নির্দেশে তল্লাশি অভিযান বাড়ানো হলে কালোবাজারিরা গ্রেফতার হন। তাদের নামে ১১টি মামলা করা হয়।