ভারতে উর্দ্ধ মুখি করোনার সংক্রমণ, ২৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতে উর্দ্ধ মুখি করোনার সংক্রমণ, ২৯ জনের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: টানা ৫ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান মোতাবেক, কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানা গেছে, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১  হাজার ১০৯ জন। দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান মোতাবেক, কোভিডে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখচিত্র চিন্তায় রাখছে ভারতকে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভারতে মোট ৯২.৩৪ কোটি কোভিড পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪.৪২ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.১ শতাংশ। বুধবার দেশটি করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। দেশজুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে। স্বাস্থ্য কর্মকর্তাদেরও দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। করোনা আর অতিমারির পর্যায়ে নেই বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মকর্তা।

তবে চিকিৎসকদের একটা বড় অংশ মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে বিশেষ নজর দিতে বলেছেন। চিকিৎসকদের মতে, কোনও ভাবেই অসাবধান হওয়া যাবে না।