আইপিএল বিতর্কিত আউট নিয়ে বাক-বিতণ্ডা, বড় শাস্তির মুখে স্যামসন
প্রথম নিউজ, ডেস্ক : ১৬তম ওভারের চতুর্থ বলের ঘটনা। দিল্লি ক্যাপিটালসের ২২১ রানের জবাবে পাল্টা লড়াই করে এগিয়ে আসছে রাজস্থান রয়্যালস। এমন সময় দায়িত্বশীল ব্যাটিং করে ৮৬ রান করা সঞ্জু স্যামসন মুকেশ কুমারকে উড়িয়ে মারলেন লং-অন অঞ্চলে। রাজস্থান অধিনায়কের উড়িয়ে মারা বল বাউন্ডারি ঘেঁষে দাঁড়ানো ফিল্ডার শাই হোপ হাতে জমা করেন।
এই ঘটনাই মূলত জন্ম দেয় বিতর্কের। আউট নাকি ছক্কা, অন-ফিল্ড আম্পায়াররা সিদ্ধান্ত নিতে না পেরে সহায়তা নেন তৃতীয় আম্পায়ারের। সেখান থেকে আসে আউটের সিদ্ধান্ত। আর আম্পায়ারদের এমন সিদ্ধান্তেই নাখোশ স্যামসন। তার দাবি, হোপের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে। যে কারণে মাঠ ছাড়ার আগে আম্পায়ারদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন স্যামসন।
আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ানোর কারণে স্যামসনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বলা হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আইপিএলের আচরণবিধি অনুসারে তিনি ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। তবে শাস্তি মেনে নিয়েছেন স্যামসন।
স্যামসন এমন সময় আউট হয়েছেন, যখন মনে হয়েছে যে, দিল্লির ২২১ রান টপে যেতে পারবে রাজস্থান। তখন জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ২৭ বলে ৬০ রান। তবে স্যামসন আউট হওয়ার কারণে রান তোলার গতি কমে যায়। শেষ পর্যন্ত রাজস্থানকে হারতে হয়েছে ২০ রানে।