আইনশৃঙ্খলার অবনতি রোধে সিনিয়র সচিবকে সমন্বয়ের দায়িত্ব
বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি এ কথা জানান।
প্রথম নিউজ, ঢাকা: কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রবণতা রয়েছে। এটি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র, নাশকতামূলক কাজ, ধর্মীয় উসকানি ও আইনশৃঙ্খলার অবনতি করার জন্য কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে। সে ব্যাপারে যেন সবসময় সতর্ক থাকা যায়, কোনো অঘটন যেন ঘটাতে না পারে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যেন সবসময় সচেতন থাকতে পারে— সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনীর সমন্বয় যেন থাকে সেজন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীগুলোর এ সমস্ত কাজ উনি সমন্বয় করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও সেখানে থাকবেন। তাদের সঙ্গে বসে পর্যালোচনা করে কি করা যায়, সে বিষয়ে সমন্বয় করবেন। মূল দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আছেই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কাজে কোনো বাধা নেই। গণতান্ত্রিক রাষ্ট্র। আন্ডারগ্রাউন্ড পার্টি ছাড়া প্রত্যেক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সরকার কারো কাজেই বাধা দেয় না, দেবে না। দলগুলো সভা-সমিতি নির্বিঘ্নে করে যাচ্ছে। ভালোমতো চললে সেটা তো তার অধিকার। সরকারের পক্ষ থেকে কোনো দলের কর্মসূচিতে বাধা দেওয়ার পরিকল্পনা নেই।
আইনশৃঙ্খলার অবনতি হলে বা জনজীবনের নিরাপত্তায় কোনো কিছু হুমকি মনে হলে কেবল রাজনৈতিক দল নয় নয়, যে কোনো কারও কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।