অসুস্থ রাজ্য, কষ্ট পাচ্ছেন পরীমণি
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সদ্য ১১ মাস পূর্ণ করে বারোতে পা রাখা রাজ্য ১০৩ ডিগ্রি জ্বরে ভুগছেন। এরপর থেকেই ঘুম হারাম মা পরীমণির। ছেলের অসুস্থতায় কষ্ট পাচ্ছেন তিনি। রোববার গভীর রাতে রাজ্যর হাতে ক্যানোলা পরানো একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরী। যেখানে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে কষ্ট পাওয়ার কথাই লিখেছেন অভিনেত্রী।
এর আগে ছেলের অসুস্থতা নিয়ে পরীমণি লিখেছিলেন, ‘আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই, সামনের এমন আরও কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করব বলে।’
তিনি আরও লেখেন, ‘আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী। যার কারণে ছেলে রাজ্যকে একাই সামলাতে হচ্ছে অভিনেত্রীর।