অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ
প্রথম নিউজ, ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মেলবোর্নে সেই ম্যাচের জন্য বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশ ঘোষণা করেছে।
জাতীয় দলে নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকাণ্ডে নিষিদ্ধ রয়েছেন। তাই তার পরিবর্তে মিতুল মারমার প্রতিই আস্থা রেখেছেন কোচ। এশিয়ান গেমস এবং মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচেই তিনি দারুণ খেলেছেন। ডিফেন্সে মালদ্বীপ ম্যাচে শাকিল থাকলেও আজ একাদশে সুযোগ দিয়েছেন হাসান মুরাদকে। ডিফেন্সের অন্য পজিশনে তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন রয়েছেন।
মিডফিল্ডের কর্তৃত্ব অধিনায়ক জামাল ভূঁইয়ার। তাকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছেন তরুণ ও উদীয়মান ফুটবলার মোঃ হৃদয়। ২০১৫ সালে পার্থ স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি সোহেল রানা। আট বছর পর পুনরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশেই সুযোগ পেয়েছেন সোহেল রানা। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ারই এই দলের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে।
বর্তমান দলে অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার রাকিব হোসেন রয়েছেন আক্রমণভাগের দায়িত্বে। তার সঙ্গে থাকছেন ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), হাসান মুরাদ, তারিক কাজী, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, রিদয়, জামাল ভূঁইয়া, সোহলে রানা, মজিবর রহমান জনি ,ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।