অখ্যাত হুরকাজকে চার সেটে হারিয়ে কোয়ার্টারে জকোভিচ

অখ্যাত হুরকাজকে চার সেটে হারিয়ে কোয়ার্টারে জকোভিচ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ধীরে ধীরে শিরোপার দিকে এগিয়ে চলছেন নোভাক জকোভিচ। চতুর্থ রাউন্ডে হুবার্ট হুরকাজকে তিনি হারালেন ৭-৬, ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে। স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে, কঠিন লড়াই হয়েছে হুরকাজ এবং জকোভিচের মধ্যে। দ্বিতীয় বাছাই জকোভিচকে দু’টি সেট টাইব্রেকারে জিততে হয়েছে। হারতে হয়েছে একটি সেট। চতুর্থ সেটে হারালেন পোল্যান্ড তারকা হুরকাজকে। পরের রাউন্ডে তিনি খেলবেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে।

রোববার রাতে খেলা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই সোমবার খেলা শুরু হল। ২-০ সেটে জোকোভিচ এগিয়ে থাকলেও হুরকাজ মোটেই ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সোমবারও যে যার সার্ভ ধরে রাখতে রাখতে এগোচ্ছিলেন। তৃতীয় সেটের ১২তম গেমে ম্যাচে প্রথমবার ব্রেক পয়েন্ট হয়। জোকোভিচের বিরুদ্ধে সেই ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে সেট পকেটে পুরে নেন হুরকাজ।

পুরো ম্যাচেই ১৭তম বাছাই হুরকাজের দারুণ প্রতিরোধের মুখে পড়লেন জকোভিচ। তার সার্ভিসের কোনও জবাব ছিল না জকোভিচের কাছে। সার্বিয়ান এই তারকা প্রথম সেটে তিনবার সেট পয়েন্ট বাঁচিয়েছেন।

প্রথম দুটি সেটে প্রথম সার্ভের ক্ষেত্রে অপ্রতিরোধ্য ছিলেন হুরকাজ। যখনই তিনি সমস্যায় পড়েছেন, র‌্যাকেট থেকে বেরিয়েছে ঘণ্টায় দুশো কিলোমিটার গতির সার্ভ। সেটা মেনে নিয়েই ম্যাচের পর জোকোভিচ বলেছেন, ‘আমার মতে এই মুহূর্তে সার্কিটে সবচেয়ে ভাল সার্ভ হুরকাজেরই। আমার খেলতে বেশ অসুবিধা হয়েছে।’

শেষ আটে মেদভেদেভ

প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ড্যানিল মেদভেদেভ। সোমবার দুটি সেট খেলার পর চোটের কারণে ওয়াকওভার দেন তার প্রতিপক্ষ জিরি লেহেকা। এই নিয়ে পঞ্চমবার উইম্বলডন খেলতে নেমে প্রথম বার শেষ আটে উঠলেন রাশিয়ার খেলোয়াড়। ৬-৪, ৬-২ এগিয়ে থাকার সময় লেহেকা অবসর নেন। ৮০ মিনিটেই ম্যাচ জিতে নেন মেদভেদেভ। চলতি মরসুমে ৮০টি জয় হল তার। বাকি খেলোয়াড়দের চেয়ে বেশি।

ম্যাচ জিতে মেদভেদেভ বলেন, ‘প্রতিপক্ষ ওয়াকওভার দেওয়ার আগে পর্যন্ত জয় নিয়ে নিশ্চিত ছিলাম না। তবে বুঝতে পারছিলাম ওর নড়াচড়া করতে সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও যে ভাবে শট মারছিল তাতে সেটা মনেই হচ্ছিল না। কিন্তু অবসর নেওয়ার সময় বুঝতে পারলাম, যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। আসলে ম্যাচ জেতার সময় পয়েন্ট জেতা ছাড়া আমাদের মাথায় আর কিছু থাকে না। চোট থাকলেও পয়েন্ট পাওয়ার নেশায় আমরা সব কিছু ভুলে যাই।

ওয়াকওভার পেলেন রিবাকিনা

মহিলাদের বিভাগে তৃতীয় বাছাই এলিনা রিবাকিনাকে কোয়ার্টারে পৌঁছতে কষ্টই করতে হল না। ৪-১ এগিয়ে থাকার সময় প্রতিপক্ষ বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়া ওয়াকওভার দিয়ে দিলেন।