৮ গোলের রোমাঞ্চ, শেষ মুহূর্তে এসে হেরে গেলো বার্সেলোনা
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ৯০+৯ মিনিট পর্যন্ত ম্যাচের চিত্র ৩-৩। পয়েন্ট হারালেও বার্সেলোনা হারবে না এ বিশ্বাস নিয়ে হয়তো স্বাগতিক দর্শকরা মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু সর্বনাশটা তখনই ঘটে গেছে। ৯০+৯ মিনিটে একটি, তিন মিনিট পর (৯০+১২ মিনিটে) আরও একটি গোল হজম করে বসে বার্সা।
শেষ পর্যন্ত ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হতাশাজনক পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের।
চলতি লা লিগা মৌসুমে এখনও পর্যন্ত ৩ ম্যাচ হেরেছে বার্সা। ড্র করেছে ৫ ম্যাচে। করুণ পরিণতি বরণ করতে হচ্ছে স্প্যানিশি জায়ান্টদের। যে কারণে কোচ জাভি হার্নান্দেজ পর্যন্ত ঘোষণা দিয়েছেন তিনি আর এই মৌসুমের পর বার্সায় থাকবে না।
প্রথমে গোল হজম করে বার্সেলোনা। ম্যাচের ৪১তম মিনিটে গোল করে ভিয়ালিয়ালকে এগিয়ে দেন জেরার্ডো মোরেনো। ৫৪ মিনিটে ভিয়ারিয়ালকে আরও একবার এগিয়ে দেন ইলিয়াস আখোম্যাক।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর খেলার কৌশলে কিছুটা পরিবর্তন আনে বার্সা কোচ জাভি। যে কারণে ৬০ এবং ৬৮ মিনিটে পরপর দুটি গোল পরিশোধ করে দেয় তারা। গোল দুটি করেন জার্মান তারকা ইলকায় গুন্ডোগান এবং স্প্যানিশ তারকা পেদ্রি।
৭১তম মিনিটে আত্মঘাতী গোলে প্রথমবার ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। কিন্তু লিড ধরে রাখতে পারেনি। ৮৪তম মিনিটে গোল করে ভিয়ারিয়াল সমতায় ফেরে গনকালো গুয়েদেসের গোলে।
ম্যাচ গড়ায় ইনজুরি সময়ে। এখানে বেশ ভালো সময় পেয়ে যায় দুই দল। যে কারণে ৯০+৯ মিনিটে চতুর্থ এবং ৯০+১২ মিনিটে পঞ্চম গোল হজম করে বসেন আলেকজান্ডার সোরলথ এবং হোসে লুইস মোরালেস।