৭ শিক্ষককে বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি

৭ শিক্ষককে বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রথম নিউজ, সাভার: ঢাকার সাভারে চলমান এসএসসি পরীক্ষার সময় অ্যান্ড্রোয়েড মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ ও দায়িত্বে গাফিলতির অভিযোগে ৭ শিক্ষককে বহিষ্কার করেছে প্রশাসন। একই অভিযোগে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আর মঙ্গলাবর এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

বহিষ্কৃতরা হলেন, এনাম আহম্মেদ, তমাল হোসেন, মো. আল মাহমুদ, কামরুন্নাহার রুমি, মো. ইমরান হোসেন,  নুপুর মল্লিক ও রাশিদা বেগম। আর অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিবের নাম এসএম রফিকুজ্জামান। আবু বকর সরকার বলেন, সোমবার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্ব অবহেলা ও নিয়ম বহির্ভূতভাবে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। এর জেরে সাত শিক্ষককে বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।