৩৫৫ রানের পাহাড় গড়ল শ্রীলংকা
সোমবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি শ্রীলংকা ক্রিকেট দল। আগে ব্যাটিংয়ে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৬ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনীতে ৯৫ রানের জুটি গড়েন দুই ওপেনার পাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নে। দুজনেই ফিফটির পর সাজঘরে ফেরেন। ৫৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন করুনারত্নে। ৭৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন পাথুম নিশানকা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৬৩ বলে ১০টি চারের সাহায্যে ৭৮ রান করেন কুশাল মেন্ডিস। চারে ব্যাটিংয়ে নেমে ৬৪ বলে ৯টি চারের সাহায্যে ৭৩ রান করেন সাদিরা সামারাবিক্রমা।
পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান চারিথ আসালঙ্কা। তার ২৩ বলে ৫টি চার আর ২টি ছক্কায় সাজানো ৪৮ রানের অনবদ্য ইনিংসে সাড়ে তিনশর গণ্ডি পার করে শ্রীলংকা। এছাড়া মাত্র ১২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়ানেন্দু হাসারাঙ্গা।