২৬শে মার্চ মুক্তি পাচ্ছে ‘একাত্তর’

২৬শে মার্চ মুক্তি পাচ্ছে ‘একাত্তর’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে ইতিপূর্বে সিনেমা নির্মিত হয়েছে। এবার তার স্মৃতিকথা নিয়ে সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল। এ সাহিত্যিকের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই স্মৃতিকথা বড় পর্দার উপযোগী করে নির্মাণ করছেন পরিচালক। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা এটি। সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন আসাদুজ্জামান নূর।

৮২ বছরের শিক্ষক নাজমুল হকের ভূমিকায় দেখা যাবে তাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণার মধ্যদিয়ে এগিয়ে যাবে গল্প। পরিচালককে রফিকুল আনোয়ার রাসেল বলেন, যেহেতু মুক্তিযুদ্ধভিক্তিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি করছি। আমি চাই এটা দেশের স্বাধীনতার সঙ্গে প্রাসঙ্গিক কোনো তারিখের সঙ্গে মিল রেখে মুক্তি দিতে।

তাই আগামী বছরের ২৬শে মার্চ ছবি মুক্তির তারিখ মাথায় রেখে আগাচ্ছি। আশা করি ওইদিন মুক্তি দিতে পারবো। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার। মুখ্য চরিত্রে থাকছেন ৪৫ জন অভিনয়শিল্পী। এ ছাড়া সহশিল্পী ও অন্য কলাকুশলীসহ পুরো সিনেমায় থাকছে ৫৫০ জনের বেশি শিল্পী। চিত্রনাট্য লিখেছেন রফিকুল আনোয়ার।