১০ দাবিতে বুধবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামীকাল বুধবার ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালিত করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে

১০ দাবিতে বুধবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

প্রথম নিউজ, ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামীকাল বুধবার ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালিত করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেল ৩টায় এ পদযাত্রা শুরু হবে।

মহানগর উত্তর বিএনপি উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে থেকে শুরু করে পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে।

এতে মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন: পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত: ফখরুল

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে।


এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।