হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়।