হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মাদারীপুরে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৬০) নামের এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৬০) নামের এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পুরান বাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিদ্দিক বরিশাল উজিরপুর উপজেলার হস্তিকুণ্ডু এলাকার ওহাব মিয়ার ছেলে।
হোটেল ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবারের মত গতকালও সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেলে। এরপরে রাতে সেখানে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
এদিকে হোটেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাহামুদ সিদ্দিকের কক্ষে গিয়ে হোটেলের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্মচারীদের মাঝে সন্দেহ দেখা দেয়। পরে কক্ষের একটি ফুটো দিয়ে ঘরের মধ্যে হোটেল কর্মচারীরা দেখেন বিছানার উপর তিনি পড়ে আছেন।
হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সকালে মরদেহ দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহামুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।