হজের খরচ কমাতে রিট শুনবেন হাইকোর্ট

হজের খরচ কমাতে রিট শুনবেন হাইকোর্ট
হজের খরচ কমাতে রিট শুনবেন হাইকোর্ট

প্রথম নিউজ, ঢাকা : হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে দায়ের করা রিট শুনানির জন্য মঙ্গলবার (১৪ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন ও অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

এর আগে রোববার (১২ মার্চ) হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: