সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় মালায়ালাম অভিনেতা কোল্লাম সুধীর
প্রথম নিউজ, ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় মালায়ালাম অভিনেতা কোল্লাম সুধীর। তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। ভারতের কেরালার ত্রিসুরের কাছে সোমবার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোল্লাম ছাড়াও আরও তিন ব্যক্তি সোমবার ভোরে গাড়ি করে যাচ্ছিলেন। আচমকাই ভোর সাড়ে চারটা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের তরফে বলা হয়, ‘দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সবাইকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কোল্লামকে বাঁচানো যায়নি। বাকি তিন জনও আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।’
এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। অভিনয় করেছিলেন বেশ কিছু টেলিভিশন শোতে।
২০১৫ সালে ‘কান্থারি’ ছবির হাত ধরে বড় পর্দার জার্নি শুরু। এরপর ‘কাট্টাপান্না’, ‘কুত্তানাদান’, ‘অ্যান ইন্টারন্যাশনাল লোকাল স্টোরি’সহ বেশ কিছু ছবিতে কোল্লাম সুধীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।