সংসদ ভবন এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ ভবন এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়। তখন মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, মেহেদী এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে। তার বাসা ভাটারা থানাধীন এলাকায়।