সালমানের নতুন নায়িকাকে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
প্রথম দর্শনে অনেকেই জারিনকে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছিলেন।
প্রথম নিউজ, অনলাইন : বলিউডে বহু নায়িকার উত্থান সালমান খানের হাত ধরে। জারিন খানও তাদের একজন। তার প্রতিভা নিয়ে অনেকেই আশাবাদী হয়েছিলেন। প্রথম দর্শনে অনেকেই জারিনকে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছিলেন। দুজনের চেহারায় সাদৃশ্যও নাকি রয়েছে। ধরা যাক, তার বিচ্ছেদ হয়েছে বা হবে হবে করছে। এমন সময় সালমান কী করবেন? নাহ, পর্দার মতো অবশ্যই 'সাজন' ছবির গান গেয়ে দুঃখবিলাস করবেন না। তিনি খুঁজে ফেলবেন হুবহু প্রাক্তন বা হবু প্রাক্তনের মতো দেখতে কাউকে। তার পর তাকে নিজের ছবিতে নেবেন। যেমন তেমন নয়, এক্কেবারে নায়িকার ভূমিকায়! এ বিষয়ে ক্যাটরিনার মত কী?
ভারতীয় গণমাধ্যকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'বিষয়টা কি বেশ তৃপ্তি দেয় না? আমার তো খুবই মিষ্টি লেগেছে। স্ক্রিন টেস্টের সময় আমি ওকে (জারিন) মেক আপও করে দিয়েছি। ও খুবই ভালো মেয়ে। আশা করি, খুব ভালো করবে।' তবে জারিনের সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পাননি ক্যাটরিনা। তার কথায়, আমার মনে হয় না যে আমাদের চেহারায় কোনো সাদৃশ্য আছে। কিন্তু সালমান যদি আমাকে মিস করে আমার মতো দেখতে কারও সঙ্গে কাজ করতে চায়, তবে সেটা সত্যিই মিষ্টি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews