সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান
আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। ২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ দলের মধ্যকার সিরিজটি।
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি চলতি বছরে ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। ২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ দলের মধ্যকার সিরিজটি। এরপর আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ১৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি। পুরুষ দলের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়েই এই সিরিজটি অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুটি ভেন্যুতে। সেই হিসেবে কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে নারী দলের সিরিজটি। পাকিস্তান সিরিজ শেষ করেই জ্যোতি-জাহানারারা উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।