সিরাজগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লায় স্বামীর ছুরিকাঘাতে রিমা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতেও রিমার সঙ্গে সোহেলের ঝগড়া হয় হয়। এ সময় সোহেল ধারালো ছুরি দিয়ে রিমার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।