সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না : জিএম কাদের

বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না

সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না : জিএম কাদের
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সব সংযোগ বিচ্ছিন্ন

প্রথম নিউজ, ঢাকা : বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 


জিএম কাদের বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের মানুষের হাতে টাকা নেই।

রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। এমন বাস্তবতায় দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

জাপার রাজনীতি অন্যতম লক্ষ্য দেশের মানুষের কষ্ট দূর করা উল্লেখ করে জিএম কাদের বলেন, গণমানুষের কল্যাণেই আমাদের রাজনীতি।


সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ ও তারেক এ আদেলসহ আরও অনেকে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: