পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ল
প্রথম নিউজ, ঢাকা : পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগের সীমা ২০ শতাংশ বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার (৩১ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশননের(বিএসইসি) ৮৬২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি জানান, আজকে সভায় মিউচুয়াল ফান্ডগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের সীমা পুনঃনির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন। বর্তমান সীমা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: