সরকার দেশটাকে লুটেপুটে লাখ লাখ কোটি টাকা পাঁচার করেছে : আতাউর রহমান ঢালী
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, আপনারা জানেন দেশ কিভাবে চলছে। তেল নুন থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। দেশের মানুষ যখন খেতে পায় না তখন এই প্রধানমন্ত্রী আঠারো পদের মাছ দিয়ে তরকারি খান। এটা জনগণের সাথে পরিহাস। তিনি বলেন, আদানি বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে। থলের বিড়াল
বেরিয়ে এসেছে। এই বিদ্যুতের দাম হবে পনেরো টাকা ইউনিট। ভারত যেন তাকে ক্ষমতায় রাখে এজন্যেই আদানির সাথে চুক্তি। আমরা দিল্লির গোলামির জন্য এই দেশ স্বাধীন করিনি।
শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ দেশটাকে লুটেপুটে লাখ লাখ কোটি টাকা এ সরকার পাচার করেছে। এর দায় দিতে
হচ্ছে জনগণকে। তারা চুরি করবে লুট করবে আর এদেশের জনগণ তাদের লুটের টাকার দায় দিবে?। সবসময় দিন একরকম যায় না। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দিবেন না। আমাদের কত আর
জেলে নেবেন। প্রস্তুত থাকেন আওয়ামী লীগ। ক্ষমতায় না থাকলে আপনাদের ৩’শ অবৈধ এমপিকে জেলে জেতে হবে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, শেখ হাসিনা গ্যারান্টি দিয়েছেন ক্ষমতায় থাকার। যাতেন ভারত তাকে ক্ষমতায় রাখে। এদেশের মানুষ পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দিল্লির গোলামি
করার জন্য নয়।সেই জন্য আদানির চুক্তি করে দেশ বিক্রি করেছেন। কারণ দেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লুটে পুটে বিদেশে পাচার করে এখন দায় দিতেহচ্ছে জনগনকে। ট্যাক্স বাড়াচ্ছে, বিদ্যুৎতের দাম বাড়াচ্ছে। তিনি আরো বলেন, সরকার আহমদিয়াদের প্রোটেকশন দেয়নি। তারা এর দায় বিএনপির ওপর চাপাতে চায়। অথচ রেলমন্ত্রী সেখানে যাওয়ার পর মানুষ দেখিয়ে দিয়েছে
কারা এ ঘটনার সাথে জড়িত। হাসিনা ক্ষমতায় থাকতে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ধর্মীয় মূল্যবোধ ব্যাবহার করতে দেয়া হবে না। বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা প্রস্তুত, মৃত্যুর কাফেলায় যাবো তবুও আমরা এ দেশকে রক্ষা করবো।
তত্বাবধায়ক সরকার হবে, একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হতেই হবে। বিএনপির নেতাকর্মীর বুকে এক ফোটারক্ত থাকতে নির্দলীয় সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না। তারেক রহমান বাংলাদেশের
মাটিতে আসবে। কারো বাবার কিছু করার ক্ষমতা নাই।
সাবেক এমপি জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সাবধান হয়ে
যান। অতীতে যা করেছেন তার ফল পেয়েছেন। কাজেই এগুলো বাদ দিয়ে দিন। নারায়ণগঞ্জ কারও ব্যক্তিগত সম্পদ না। মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কারও রক্তচক্ষুকে ভয় পাই না। আপনারা কর্মসূচি দিলে লোক পান না। গার্মেন্টস বন্ধ করে লোক নিয়ে আসতে হয়।এসকল বক্তব্য শুনে আপনাদের দলের লোকজনও হয়রান। নারায়ণগঞ্জের সরকারি দলের রাজনীতিবিদদের মধ্যে দুটি ভাগ।
তারা আবার বড় বড় কথা বলে। আমাদের মধ্যে নাকি বিভক্তি। আমাদের মধ্যে কোন বিভক্তি নেই। বিভক্তি তাদের মধ্যে। কারন একটি গ্রুপ লুটপাট করে খাচ্ছে, তাদের ভাগ্যের উন্নয়ন করে যাচ্ছে। আরেকটা গ্রুপ যারা ভাল তারা তাদের সাথে
পাল্লা দিয়ে সংগ্রাম করে টিকে থাকতে পারছে না।
তিনি বলেন, তারা হুমকি দিচ্ছে বিএনপির সমর্থকদের পাঁচ মিনিটে খুঁড়ে বের করে ফেলবে। পাঁচ মিনিটে ধ্বংস করে দিবে। অনেক কথাই বলে, আপনাদের আমরা যেমন ভয় পাই জনগণও ভয় পায়। কারণ আপনারা সদর্পে ঘোষণা করে বলেন আপনাদের চরিত্র কী। এই ভয়ের কারণে জনগণকেও এখন আপনাদের সরকার ভয় পেতে শুরু করেছে। জনগণ একটি সুযোগ পেলেই আপনাদের বিতাড়িত করবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। প্রশাসনকে উদ্দেশ্য করে সাবেক এমপি আরো বলেন, আপনাদের ন্যয়ের পক্ষে থাকার কথা। আপনাদের অন্যায় ভাবে মিথ্যা মামলা করতে হয়। আপনারা বুঝতে পারছেন ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে আপনাকে কতবড় অন্যয় কাজ করতে হচ্ছে। ন্যায় প্রতিষ্ঠর বদলেআপনারা অন্যায় করছেন। এর থেকে বেরিয়ে আসুন। নয়ত আপনাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। আপনারা বলেন বিএনপি নির্বাচনে আসতে চায় না। আমরা পরিষ্কার ভষায় বলতে চাই, নির্বাচনের মাধ্যমেই আমরা সরকারের পরিবর্তন
চাই। আপনাদের মত ভেট ডাকাতি করে আমরা ক্ষমতায় আসতে চাই না। অনেকে বলেবিএনপি যত আন্দোলন সংগ্রাম করুক, আমি দৃঢ়তার সাথে বলতে পারি তারা ক্ষমতায় আসতে পারবে না। আমি তাকে প্রশ্ন করতে চাই, আমরা কী ক্ষমতার জন্য আন্দোলন
করছি। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। অন্তবর্তীকালীন একটি
নির্বাচন দিন। দেখি জনগণ কাকে চায়। সাবেক এমপি জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলেরসভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ সভাপরি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য
সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: