সোমালিয়ায় মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার সোমালিয়া থেকে সৈন্য প্রত্যাহার করেছিল।
প্রথম নিউজ ডেস্ক: সোমালিয়ায় আল-শাবাব গ্রুপকে মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ফের সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার সোমালিয়া থেকে সৈন্য প্রত্যাহার করেছিল। গতকাল সোমবার মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাইডেনের নির্দেশের এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এ পদক্ষেপ বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের একেবারে বিপরীত। তিনি ২০২০ সালের শেষের দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় সব মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিয়েছিলেন।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সোমালিয়ায় স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেওয়ার ব্যাপারে পূর্ব আফ্রিকায় মার্কিন বাহিনীর অবস্থানের ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের আবেদনের অনুমোদন দিয়েছেন বাইডেন।
ওই কর্মকর্তা জানান, এ ক্ষেত্রে ৫০০ জনের কম সৈন্য মোতায়েন করা হবে। যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews