সম্মিলিত উদ্যোগ কিংবা সম্মিলিত আত্মহত্যা, যে কোনো একটি বেছে নিতে হবে মানবজাতিকে
জলবায়ু পরিবর্তনের কারণে মানবজাতি ক্রমশ সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ।
প্রথম নিউজ, ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে মানবজাতি ক্রমশ সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। জার্মানির বার্লিনে চলমান পিটার্সবার্গ জলবায়ু সংলাপে এ মন্তব্য করেন তিনি। এতে অন্তত ৪০টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মহাসচিব বলেন, মানবজাতির অর্ধেকই এখন বন্যা, খরা, ভয়াবহ ঝড় আর দাবানলের মধ্যে রয়েছে। কোনো দেশই এসব থেকে মুক্ত নয়। তা সত্ত্বেও আমাদের জীবাশ্ম জ্বালানির ক্ষুধার নেশা যায় না। তাই আমাদের এখন একটা রাস্তা বেছে নিতে হবে। হয় সম্মিলিত পদক্ষেপ, নয়তো সম্মিলিত আত্মহত্যা। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদেরই হাতে। সিএনবিসির খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তন ঠেকাতে এক অবস্থানে না আসার জন্য দেশগুলোর সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, যেটি আমাকে সবথেকে বেশি কষ্ট দেয় তা হলো, আমরা এক হয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে পারছি না। দেশগুলো শুধু একে অন্যকে দায় দিয়ে যাচ্ছে কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। অথচ আমরা একই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এভাবে চলতে পারি না।
বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংকগুলোর সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি কার্যকর নয়। জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহে এসব প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। এছাড়া তিনি দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাসের আহ্বান জানান। বলেন, কয়লাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে আগাতে হবে। ধনী দেশগুলোকে অবশ্যই দরিদ্র দেশগুলোকে সাহায্য পাঠানোর নিশ্চয়তা দিতে হবে বলে মন্তব্য করেন গুতেরাঁ। বলেন, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্য আমেরিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর মানুষেরা উন্নত দেশের তুলনায় ১৫ গুণ বেশি ঝুঁকিতে রয়েছে। এটি একটি ভয়াবহ বৈষম্য।
এমন এক সময় গুতেরাঁ এসব কথা বললেন যখন তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের বড় অংশ। যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ৪০ কিংবা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এটাই হবে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তাপদাহের জেরে ফ্রান্স, স্পেনে দেখা দিয়েছে দাবানল। ইউরোপের পাশাপাশি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় দাবানল জ্বলছে। দাবানলের কারণে ঝুঁকিতে পড়েছে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি পেরুর মাচু পিচুর প্রতœতাত্ত্বিক নিদর্শন। তাপদাহ বইছে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews