সাভারে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

 সাভারে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

প্রথম নিউজ, সাভার : সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহর ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)।  তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুত এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। নিহত আরেক সহযাত্রীর নাম আল মামুন (২৬) বরিশালের  হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন। 

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর উঠে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে আরোহী দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। অপরজন এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে সেখানে মারা যান তিনি।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেইটের সামনের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।