সবাই সস্তায় খেতে চায়, কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী

আজ মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার গোডাউন পাড়ার একটি আমবাগানে ২০২৩ মৌসুমের আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাই সস্তায় খেতে চায়, কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী

প্রথম নিউজ, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক এ দেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।

আজ মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার গোডাউন পাড়ার একটি আমবাগানে ২০২৩ মৌসুমের আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ও বোরোর পাশাপাশি আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও ন্যায্যমূল্য পাবে। তিনি আরও বলেন, সবাই সস্তায় খেতে চায়, কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে কৃষককে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। তাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। এছাড়া দেশীয় ফলের পুষ্টিমানও বেশি। বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশ যাচ্ছে। এতে আম চাষিরাও লাভবান হচ্ছে। তিনি আরও বলেন, আম রপ্তানিতে বড় বাধা, বিদেশিরা জানতে চায় আম নিরাপদ কিনা? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করি।

এ সময় সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুনসহ স্থানীয় আম চাষিরা উপস্থিত ছিলেন।

এরপর খাদ্যমন্ত্রী জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।