সিঙ্গাপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রথম নিউজ, ডেস্ক : সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। বুধবার সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্তের এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তেনগাহ বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।’’
‘‘বিমানের পাইলটের চেতনা আছে এবং তিনি হাঁটতে পারছেন। বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় অন্য কোনও কর্মকর্তা আহত হননি।’’
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উড্ডয়নের সময় বিমানটি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং পাইলট জরুরি প্রক্রিয়া মেনে পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যাধুনিক বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। নগর রাষ্ট্রটিতে এই ধরনের দুর্ঘটনা প্রায় বিরল।
এর আগে, ২০১০ সালে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ উন্মুক্ত মাঠে জরুরি অবতরণ করে।