সাগরে ভাসছিল নিখোঁজ সজীবের মরদেহ
প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকা থেকে মো. সজীব (২৫) নামের নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা তার মরদেহ সাগরে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন। সজীব পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের লিটন সিকদারের ছেলে।
এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে মাছের ট্রলার নিয়ে তারা সাগরে যান। ট্রলারে থাকা জেলে শাহিন বলেন, গতকাল সজীবসহ ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ অনেক জোরে ঢেউ আসে এবং সঙ্গে সঙ্গে সজীব ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে যায়। আমরা ট্রলার থামিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাইনি। মূলত সাগরে পড়ার সঙ্গে সঙ্গেই সে ডুবে যায়।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।