শাহ আমানতে ১ কেজি সোনাসহ যুবক আটক
আটক আবদুল করিম সজনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবার নাম আবদুল গফুর।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল করিম সজন (৩৪) নামে দুবাইফেরত এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ রোববার (৪ জুন) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় এক কেজি সোনা, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।
আটক আবদুল করিম সজনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবার নাম আবদুল গফুর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ সকাল ৮টা ১০মিনিটের দিকে আবদুল করিম ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে। এসময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের সোনার বার, ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, আটক যাত্রী লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে নিয়ে আসছিল। মোবাইল ও ল্যাপটপসহ উদ্ধার মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।