শাহ আমানতে যাত্রীর কাছ থেকে ২২৩ গ্রাম সোনা উদ্ধার
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সোনা জব্দ করা হয়।
প্রথম নিউজ, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২২৩ গ্রাম ওজনের ২ পিস সোনা (২৪ ক্যারেট) জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সোনা জব্দ করা হয়। সিলিকন গ্লু হিটার মেশিনের লোহার পাতের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে এসব সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৩ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আতিকুল্লা তার সঙ্গে আনা কাঠ জোড়া লাগানোর (সিলিকন গ্লু হিটার) মেশিনের ভেতর সুকৌশলে লুকিয়ে সোনাগুলো নিয়ে আসে।
পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা তার কাছ থেকে সোনা দুটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ ১৪ হাজার টাকা।