শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে থারাঙ্গা-অজন্তা মেন্ডিস

শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে থারাঙ্গা-অজন্তা মেন্ডিস

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কার ক্রিকেটে রীতিমত ঝড় বয়ে গেছে। বদলে গেছে অনেক কিছু। আইসিসির নিষেধাজ্ঞাতেও পড়তে হয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে।

এবার লঙ্কান নির্বাচক কমিটিতেও এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ওপেনার উপুল থারাঙ্গা। পাঁচ সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন থারাঙ্গা। এই কমিটিতে তার সঙ্গে রয়েছেন অজন্তা মেন্ডিস, ইদিকা ডি সারাম, থারাঙ্গা পারানাভিতানা এবং দিলরুয়ান পেরেরা।

এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হোম সিরিজ। এরপর রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নতুন এই কমিটির মেয়াদ দুই বছর। থারাঙ্গার নেতৃত্বে এই নির্বাচক কমিটিটি লঙ্কান ক্রিকেট ইতিহাসেই কনিষ্ঠতম। কমিটির সবচেয়ে বয়স্ক সদস্য সারামের বয়স ৫০। পারানাভিতানা এবং দিলরুয়ানের বয়স ৪১, অন্যদিকে থারাঙ্গা এবং মেন্ডিস আছে ৩৮-এর ঘরে।

থারাঙ্গা, দিলরুয়ান এবং সারাম তো চলতি বছরও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। পারানাভিতানা সবশেষ খেলেছেন ২০২০ সালে, একই বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। অজন্তা মেন্ডিস ২০১৯ সালে অবসরের পর বিভিন্ন লিজেন্ডস লিগে খেলেছেন।