শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা: সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটে
বক্তরা বলেণ, শেখ হাসিনার ক্ষমতাকে স্হায়ী করতে দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
প্রথম নিউজ, ঢাকা: শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা বলে হুশিয়ারী দিয়েছে মমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট। আজ সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের উদ্যোগে সংসদ ভেঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা। দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সরকার সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। শেখ হাসিনার ক্ষমতাকে স্হায়ী করতে দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ৭১ এবং ৯০ এর চেতনায় গনঅভ্যুত্থানে মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার গঠন করা হবে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী এড. মাইনুদ্দিন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো: ওমর ফারুক পীর সাহেব, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি এড. আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এড. আতিকুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীমুল্লাহ আলীম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো: শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।