শাকসবজির দাম কমলেও স্বস্তি নেই আলু-পেঁয়াজে

নতুন আলু, ভারতীয় পেঁয়াজ, টমেটো, গাজর ও দেশি মাছের দাম।

শাকসবজির দাম কমলেও স্বস্তি নেই আলু-পেঁয়াজে

প্রথম নিউজ, ঢাকা: ঢাকাসহ সারাদেশে শাকসবজির দাম কমলেও স্বস্তি নেই আলু-পেঁয়াজে। লালমনিরহাটে সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। এতে কিছুটা স্বস্তি পেয়েছে নিম্ন আয়ের মানুষরা। তবে বেড়েছে নতুন আলু, ভারতীয় পেঁয়াজ, টমেটো, গাজর ও দেশি মাছের দাম। এছাড়া অপরিবর্তিত আছে চিনি, চাল, ডাল, তেল, আলু, মাছ ও মাংসের দাম।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা প্রতিকেজি বেগুন ৩০-৩৫ টাকা, মুলা ৩০-৩৫ টাকা, ফুলকপি ৪০-৪৫টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, শাক ৩০-৪০ টাকা, করলা ৪০-৫০টাকা, পটল ৪০-৪৫ টাকা, শিম ৪০৪৫ টাকা, গাজর ৫০-৬০টাকা, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই খুচরা বাজারে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগেও খুচরা প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা, ফুলকপি ৮০-১০০টাকা, বাঁধাকপি ৮০- ৯০ টাকা, কাঁচা মরিচ ২৫০-৩০০ টাকা, মুলা ৫৫-৬০ টাকা, শাক ৫০-৬০ টাকা, আলু ৫৫-৬০টাকা, করলা ৮০-১০০ টাকা।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারের পাইকারি ব্যবসায়ী বাবলু মিয়া বলেন,ভারত থেকে আলু আমদানি করার পর থেকে বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে।

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ বাজারের হুমায়ুন বলেন, তিস্তার পানি কমে যাওয়ার পর চরগুলোতে প্রচুর পরিমাণে শাকসবজির চাষ হয়েছে। সেই শাকসবজিগুলো বাজারে আসতে শুরু করায় দাম কমে গেছে।

হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট বাজারের খুচরা বিক্রেতা জিয়া বলেন, বর্তমানে বাজারগুলোতে প্রচুর শীতকালীন শাকসবজি আসায় খুচরা দাম কমতে শুরু করেছে।

লালমনিরহাট শহরের শাকসবজি কিনতে আসা জামাল বাদশা বলেন, গ্রাম এলাকায় শাকসবজির দাম কমলেও শহরগুলোতে দাম বেশি কমেনি। কেজি প্রতি শাকসবজিতে ৫-১০ টাকা কমেছে।

হাতীবান্ধা উপজেলার কৃষি উপ-সহকারী কর্মকর্তা লতিফুল বারি বলেন, সবজির ভরা মৌসুম চলছে। এখন প্রচুর শাকসবজি বাজারে আসতে শুরু করায় দাম কমেছে। একই সঙ্গে লাভবান হচ্ছেন কৃষকরা।