রাস্তার আন্দোলনেই সরকারের পতন ঘটাতে হবে: দুদু
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আর দাবি একটাই, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোন কথা কথা বলে লাভ হবে না।
প্রথম নিউজ, ঢাকা: রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই বর্তমান সরকারের পতন ঘটাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে' এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আর দাবি একটাই, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোন কথা কথা বলে লাভ হবে না।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, তেল, চাল এবং ডাল থেকে এমন কোন নিত্যপণ্যের জিনিস নাই যেটা দাম একশো গুণ থেকে দুইশো গুণ বাড়ে নাই। এই দাম কমাতে হলে খালেদা জিয়ার সরকার দরকার। বিএনপির সরকারের দরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।
দেশের চলমান সঙ্কট প্রসঙ্গে দুদু বলেন, এই সঙ্কট মিটতে পারে বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যে দিয়ে। দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হয়েছে, সেটি মীমাংসিত হতে পারে দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের মধ্যে দিয়ে। দেশে যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে, তার থেকে বেরিয়ে আসার একটা মাত্র পথ- মুক্তিযুদ্ধের বিজয়ীরা যে গণতন্ত্রের পতাকা ও স্বাধীনতার পতাকা উড়িয়ে ছিলেন, সেই জায়গায় ফিরিয়ে যাওয়া। এর বাইরে আর কোন পথ নেই।
আয়োজক সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews