রমজানে যানজট নিরসনে কাজ করবে পুলিশ

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রমজান মাসে স্কুল খোলা থাকবে, যা ট্রাফিক ব্যবস্থাপনার উপর ব্যাপক চাপ ফেলতে পারে।

রমজানে যানজট নিরসনে কাজ করবে পুলিশ
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: রাজধানী ঢাকায় রমজান মাসজুড়ে গাড়ির চাকা সচল রাখতে থানার টহল পুলিশ ট্রাফিক পুলিশকে সহায়তা করবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ  রবিবার ডিএমপির একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, আজ থেকে সারা রমজান জুড়ে রাজধানীতে যানজট নিরসনে কাজ করবে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রমজান মাসে স্কুল খোলা থাকবে, যা ট্রাফিক ব্যবস্থাপনার উপর ব্যাপক চাপ ফেলতে পারে। এটা ডিএমপির জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে আজ থেকে সারা রমজানে রাজধানীতে যানজট নিরসনে সংশ্লিষ্ট থানা পুলিশ ট্রাফিককে সহযোগিতা করবে।

পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, যে যেখানেই চাকরি করি না কেন, কারও দৃষ্টিতে কোনো অনিয়ম বা ট্রাফিক বিশৃঙ্খলা চোখে পড়লে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বস্তির জন্য ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে ডিএমপি এসব পদক্ষপ গ্রহণ করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom