রামগতিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়।
নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আলী আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। বেলা ১১টার দিকে কয়েক মিনিট আগে ও পরে দুজনেই মারা যান।
মোটরসাইকেলযোগে একজন আজাদনগর থেকে আসার পথে, অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews