রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৯) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওয়াসিম (২৮) নামে আরেক যুবক। মুরগি ব্যবসায়ী ওয়াসিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাঈম ময়মনসিংহ সদরের চর ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। বর্তমানে রাজধানীর মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (৮ জুলাই) দিনগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে ভ্যানচালক নাঈম কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে মগবাজার যাওয়ার পথে ফকিরাপুল মোড়ে দ্রুতগামী একটি ট্রাক তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাঈমের মৃত্যু হয়। মুরগি ব্যবসায়ী ওয়াসিম আহত হন।