রাজধানীতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সদস্য আটক
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বনানী থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল রাজধানীর বনানী হতে তাদের আটক করে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানায়নি র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: