রাইসমিলের বয়লার বিস্ফোরণে বাবার মৃত্যু, আহত ২ শিশু সন্তান

গোপালগঞ্জ সদরে রাইসমিলের বয়লার বিস্ফোরিত হয়ে দেয়ালের নিচে চাপা পড়ে নুর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে

রাইসমিলের বয়লার বিস্ফোরণে বাবার মৃত্যু, আহত ২ শিশু সন্তান

প্রথম  নিউজ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদরে রাইসমিলের বয়লার বিস্ফোরিত হয়ে দেয়ালের নিচে চাপা পড়ে নুর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এসময় তার দুই শিশু সন্তান রোমানা (১১) ও মোস্তাকিম (৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) সকালে সদরের হরিদাসপুর মনোরমা রাইসমিলে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। নিহত নূর ইসলাম মোল্লা সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।


গোপালগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত নুর ইসলামের স্ত্রী নিপা বেগম ওই রাইসমিলের শ্রমিক ছিলেন। পরিবারসহ তারা রাইসমিলের একটি ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতোই গতরাতে রাইসমিলের পাশের একটি ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন নিপা বেগম ও নুর ইসলাম মোল্যা দম্পত্তি। আজ মঙ্গলবার ভোরে ওই রাইসমিলের নারী শ্রমিক কাজ করতে বাইরে বের হন। এরপর হঠাৎ রাইসমিলের বয়লার বিস্ফোরণ হয়। বয়লারটি বিস্ফোরিত হয়ে পাশে থাকা ঘরের উপর আছড়ে পড়ে। ঘুমিয়ে থাকা অবস্থায় বয়লারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম মোল্যা নিহত হন এবং আহত হয় তাদের দুই শিশু সন্তান রোমানা ও মোস্তাকিম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে, আহত দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।