যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
প্রথম নিউজ, ডেস্ক : মার্কিন সংবিধানের সেকশন একের আর্টিকেল দুই অনুযায়ী ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
এতে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে শপথ করছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনা করবো ও আমার সর্বোত্তম ক্ষমতা, সংরক্ষণ, সুরক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করবো।
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থাৎ ২০১৭ সালে যে বাইবেল হাতে নিয়ে শপথগ্রহণ করেন সেটা ১৮৬১ সালে আব্রাহাম লিংকনও ব্যবহার করেছিলেন। এক্ষেত্রে দ্বিতীয় বাইবেল হিসেবে তার মায়ের উপহার দেওয়া একটি বাইবেলও ব্যবহার করেছিলেন। জানা গেছে, এবারও সেই বাইবেল হাতে নিয়েই ট্রাম্প শপথগ্রহণ করবেন।
ঐতিহ্য মেনে প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। এদিন শুরুতে একটি মিছিল নিয়ে সবাই ক্যাপিটল ভবনে ঢুকবেন। সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্টসহ তার মন্ত্রিপরিষদ ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার নতুন মন্ত্রীরা।
ডান হাত উঁচু করে বাঁ হাত বাইবেলের ওপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন। এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। পরে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজ ত্যাগ করেন।