যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনী গ্রেপ্তার

বুধবার (২৩ আগস্ট) রাতে ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনী গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোছা. লাবনী বেগমকে (৩৮) রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) রাতে ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। লাবনী বেগম চুয়াডাঙ্গার জীবননগরের রবিউল ইসলাম মালিথার মেয়ে। 

র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাবনী বেগম একজন পেশাদার মাদক কারবারি। ২০১২ সালের ১০ মার্চ মাদকসহ গ্রেপ্তার হন লাবনী। পরবর্তীতে তার বিরুদ্ধে ঝিনাইদাহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার লাবনী আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। 

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি লাবনী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। 

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও চারটির বেশি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণে ঝিনাইদাহের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।