মেয়ের হাতে বাবা খুন

মেয়ের হাতে বাবা খুন

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটি গ্রামের মাঠ পাড়ায় নিজ বাড়িতে মতিয়ার রহমান মতি (৪৫) নামের ওই ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মতিয়ার রহমান ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (৩০) ও নিহতের স্ত্রী তাসলিমা খাতুনকে (৪০) আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমানকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা প্রথমদিকে সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে বলে দাবি করেন। পরে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যার কথা স্বীকার করেন। মেয়ে তার বাবাকে মাথায়, গলায়, পেটে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যার কারণ হিসেবে জানতে চাইলে মেয়ে দাবি করেন, বাবা কুপ্রস্তাব দিয়ে আমার সঙ্গে রাত কাটাতে চেয়েছিল। এই কারণে আমি কাজটি করেছি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।