মেহেরপুরে ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার
আটকদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তেঁতুলবাড়ী বিওপির কমান্ডার হাবিলদার মো. অজিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
ভারতীয় সীমান্তের তেঁতুলবাড়িয়া গ্রামের আন্তর্জাতিক পিলার ১৩৮/১-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাজীপাড়া এলাকার পাকা রাস্তার মোড় নামক ̄স্থান থেকে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়।
তারা হলেন, গাংনী উপজেলার চিৎলা গ্রামের মো. বদর আলীর ছেলে মো. হাসিব (২৬) গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আশিকুর রহমান। তেঁতুলবাড়ী বিওপির কমান্ডার হাবিলদার মো. অজিয়ার রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই কারবারিকে আটক করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews