মিরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প এলাকা থেকে মাদক মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

মিরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প এলাকা থেকে মাদক মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুর রহিম (৪৭)।

সোমবার (২৯ মে) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, রোববার (২৮ মে) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার মিরপুর থানাধীন আনসার ক্যাম্পের ছাপাখানা গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।