মার্কিন হামলায় ইরাকে কমান্ডারসহ নিহত ৩

মার্কিন হামলায় ইরাকে কমান্ডারসহ নিহত ৩

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিগুলো। হামলার জবাবে বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার ইরাকে মার্কিন হামলায় কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার জবাবে বুধবার ইরাকে পাল্টা হামলা চালানো হয়েছে। এতে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরাকে হামলা হয়েছে। এতে কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডার মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনায় এবং এতে অংশ নিয়েছিলেন।

বিবৃতিতে ওই কমান্ডারের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিরাপত্তার পরিষেবার দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত ওই কমান্ডারের নাম আবু বাকির আল সাদি। তিনি ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, মার্কিনিদের এ হামলায় ওই কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সেনাদের ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া ও ইরাকে ইরানপন্থি এবং মার্কিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছে।