মরক্কোয় মিনিবাস উলটে ২৪ জনের প্রাণহানি

মরক্কোয় মিনিবাস উলটে ২৪ জনের প্রাণহানি

প্রথম নিউজ ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উলটে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি ভয়াবহ দুর্ঘটনা বলে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপিকে বলেছেন, একটি মিনিবাস দেমনাত শহরে যাচ্ছিল। সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। পথিমধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শোনামাত্রই ঘটনাস্থলে দেশটির পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়েছে।

মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়।  

এর আগে গত গ্রীষ্মে দেশটি আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছিল। এ ছাড়া ২০১৫ সালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ তান-তানে বাস দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে।