মদন-কেন্দুয়া সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগ চরমে
১৫ কিলোমিটার মদন-কেন্দুয়া সড়কের মধ্যে মদনের অংশ প্রায় ৯ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।
প্রথম নিউজ, নেত্রকোনা: নির্ধারিত সময়ে নেত্রকোনার মদন-কেন্দুয়া সড়কের সংস্কার কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়সীমার তিন মাস পার হলেও ধীরগতির কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক, যাত্রী পথচারীদের।
মদন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ কিলোমিটার মদন-কেন্দুয়া সড়কের মধ্যে মদনের অংশ প্রায় ৯ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। ৯ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০২১ সালের ৩ ডিসেম্বর এম এ ওয়াহেদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের ৭ এপ্রিল কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার তিন মাস পার হলেও কাজ করতে পারেনি ঠিকাদার।
বুধবার (২০ জুলাই) সরজমিন ঘুরে দেখা গেছে, মদন থেকে কেন্দুয়া উপজেলায় যাতায়াতের একমাত্র পথ এ সড়কটি। মদন থেকে কেন্দুয়া, তাড়াইল, কিলোরগঞ্জ, ভৈরব, সিলেট ও চট্টগ্রামের সঙ্গে দূরপাল্লা যান চলাচল করে ওই সড়ক দিয়ে। কিন্তু মদন পৌরসদর থেকে খাঞ্জার খাল পর্যন্ত এখনো ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিকল্প কোন রাস্তা না থাকায় দুর্ভোগের মধ্য দিয়েইে প্রতিদিন যাতায়াত করছে লোকজন।
এ সড়কের যাতায়াতকারী খাইররুল ইসলাম, ফরিদ চৌধুরী ও গাড়িচালক সাইফুল ইসলামসহ আরও অনেক বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হলেও সংস্কার হচ্ছে না। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে লোকজন এ পথে যাতায়াত করছে। রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি তাদের।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এম এ ওয়াহেদ বলেন, রাস্তার প্রাক্কলনে ভুল ও দুপাশে গাছ কেটে সরানো হয়নি। ফলে সড়কের দুপাশে মাটি কাটতে না পারায় কাজ করতে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, বারবার তাগিদ দেওয়ার পরও ঠিকাদার কাজ করতে বিলম্ব করছে। বন্যায় তলিয়ে যাওয়া সড়কে এখন কাজ শুরু হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ বলেন, মদন-কেন্দুয়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।প্রাক্কলনে ভুল থাকার বিষয়টি জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews