মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে সব পাল্টে দেবো- মিঠুন চক্রবর্তী

বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার দমদম বিমানবন্দর এ পা দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন।

মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে সব পাল্টে দেবো- মিঠুন চক্রবর্তী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তিনি বলিউডের সুপার স্টার। বর্তমানে জি বাংলার মহাগুরু সঞ্চালক। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার দমদম বিমানবন্দর এ পা দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন। মিঠুনের বক্তব্য, বাংলায় কোনও সরকার নেই। তিনি মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে সব পাল্টে দেবেন এই কথা জানিয়ে মিঠুন বলেন, দুর্নীতি আর টাকা তোলা ছাড়া এই সরকারের কোনও কাজ নেই। মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি মুখ্যমন্ত্রী হলে মূল ধরে টানবেন বলে মিঠুন জানান। মিঠুন কি সুকৌশলে জানিয়ে দিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে তিনি দাবিদার? অনেকেই সেই কথা মনে করছেন। 

তৃণমূলের বক্তব্য, আরশোলার কখনও কখনও পাখি হওয়ার সাধ জাগে। মিঠুনের তাই হয়েছে। তৃণমূলের একটি মহলের বক্তব্য, নাকশাল থেকে সিপিএম হয়ে তৃণমূলের সংসদ সদস্য হয়েছিলেন মিঠুন। এখন আবার বিজেপি নেতা।